’ গণমাধ্যমকে রক্ষার জন্য ‘ডিজিটাল নিরাপত্তা আইন ‘

0

সিটিনিউজ ডেস্ক:: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটা করা হয়েছে গণমাধ্যমকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য।

আজ রোববার কুষ্টিয়া সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে ডিজিটাল অপরাধ মোকাবিলা করার জন্য। তিনি বলেন, ‘আইনটা করা হয়েছে, যে ডিজিটাল সমাজটা হচ্ছে তাকে রক্ষা করার জন্য।’

তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১০ বছর ধরে কোনো রাজনৈতিক নেতা-কর্মীকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি, কারাগারেও রাখা হয়নি। যারা কারাগারে আছেন আর যাদের সাজা হয়েছে তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। সুতরাং বাংলাদেশের কারাগারে কোনো রাজনৈতিক বন্দি নেই। খালেদাজিয়াসহ বিএনপি বা জামায়াতের কোনো নেতাকর্মীকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি এবং বিনা বিচারে তাঁদের আটক করে রাখাও হয়নি।’

ইনু আরো বলেন, ‘খালেদা জিয়াসহ দণ্ডিত বা বিচারাধীন বিভিন্ন জঘন্য অপরাধের সাথে জড়িত নেতাকর্মী যারা আছে তাদের রাজনৈতিক নেতার তকমায় কারাগার থেকে বের করে আনার যে দাবি, এই দাবিটা হচ্ছে আইন আদালতকে অস্বীকার করা এবং গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর দাবি।’

ইনু বলেন, ‘বিএনপি- জামায়াতের দুষ্কর্মকে আড়াল করতে রক্ষা করার ঢাল হিসেবে ব্যবহার হতে যেয়ে ড. কামাল হোসেন নিজের মুখোশ খুলে ফেললেন। ড. কামাল হোসেন, বি চৌধুরীরা বিএনপি জামাতের দুষ্কর্মকে রক্ষা করা, আড়াল করা এবং বিএনপি জামায়াতকে পুনর্বাসন করার প্রকল্প  হাতে নিয়েছেন।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘নির্দলীয় সরকারের দাবি, শেখ হাসিনার পদত্যাগের দাবি এসব বাংলাদেশের গণতন্ত্রকে ডোবানোর জন্য একটি পাতা ফাঁদ, এই চোরাবালিতে যদি কেউ পা রাখে তাহলে গনতন্ত্রও ডুববে দেশও ডুববে।’

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন, পুলিশ সুপার তানভীর রহমান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.