গাজীপুরে সুষ্ঠ নির্বাচনে আওয়ামীলীগ সহযোগীতা করছেঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃ সরকার নির্বাচন কমিশনের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না,বরং আওয়ামী লীগ গাজীপুর সিটি কর্পোরেশন ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করছে।কথাগুলো বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২৫ জুন) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটিতে এখনও পর্যন্ত কোনও সংঘাত ঘটেনি। সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে কাল (মঙ্গলবার) ভোটাররা ভোট দিতে যাবেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্কারভাবে বলে দিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সরকার ইসিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।

ভোটারদে প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যাকে খুশি ভোট দেবেন,সরকার কোনও হস্তক্ষেপ করবে না। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেণ, এসব তাদের পুরনো ভাঙা রেকর্ড। নির্বাচন এলেই তারা নানা অভিযোগ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.