চট্টগ্রামের ভাষায় “হালদা” মন জয় করেছে দর্শকদের

0

নিজস্ব প্রতিবেদক: তৌকির আহমেদ পরিচালিত সদ্য মুক্তি পাওয়া ‘হালদা’ ছবিটির প্রায় ভাষাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। তবে এটা সহজ ছিল না চট্টগ্রামের বাইরের বাসিন্দা-মোশাররফ করিম-নুসরাত ইমরোজ তিশাদের জন্য। কিন্তু কঠোর শ্রম-সাধনা আর অনুশীলন সহজ করে দিয়েছে সেই বাধা ডিঙানো।

শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে তৌকির আহমেদ-তিশাসহ হালদা চলচ্চিত্রটির কলাকুশলীদের একাংশ চট্টগ্রামে এসেছিলেন ছবিটির প্রচারে, দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখতে।

এসময় বক্তব্য দিতে গিয়ে তিশা বলেন, ‘পুরোটাই বাধা ছিল। মহরত শেষে তৌকির (তৌকির আহমেদ) ভাই যখন বললেন পুরো সিনেমাটা চট্টগ্রামের ভাষায় করবো, তখন আমরা তো সবাই নিশ্চুপ হয়ে যাই। বোবা হয়ে গিয়েছিলাম।’

চট্টগ্রামের ভাষায় “হালদা” মন জয় করেছে দর্শকদের
চট্টগ্রামের ভাষায় “হালদা” মন জয় করেছে দর্শকদের

‘আমাদের ট্রেনার ছিল। রিহার্সেল করেছি। চেষ্টা করে গেছি যথাসম্ভব চট্টগ্রামের ভাষায় বলতে। তবে ক্রিটিক্যাল ভাষাগুলো এড়িয়ে যাবার চেষ্টা করেছি যাতে দর্শকদের সুবিধার্তে। কষ্ট হয়েছে অনেক, সাধনা করতে হয়েছে। কিন্তু পরবর্তীতে দর্শকরা পছন্দ করছেন, উৎসাহ দিচ্ছেন কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না। আসলে কষ্টের ফল অনেক মধু হয়।-’বলে যান তিশা।

একই বিষয়ে ছবিটির পরিচালক তৌকির আহমেদ বলেন, আমি আঞ্চলিক ভাষাকে সম্মান করি। আমি মনে করি নির্দিষ্ট অঞ্চলের মানুষের কাছে তাদের ভাষাটাই মাতৃভাষা। তবে আমরা যেটা করেছি চট্টগ্রামের ভাষাকে কিছুটা সহজ করেছি, যাতে সবাই ধরতে পারে। আমার তো মনে হয় সম্ভবত এটিই প্রথম কোনো চলচ্চিত্র, যাতে চট্টগ্রামের ভাষা ব্যবহার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.