চট্টগ্রামে ইয়াবাসহ সাংবাদিক গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন দামপাড়া বাস কাউন্টারস্থ সোহাগ পরিবহন এসি বাস কাউন্টারের পার্শ্বে স্টার লাইন নামক বাস কাউন্টারের সামনে রাস্তার উপর হতে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাপ্তাহিক শিখর সন্ধানে নামক পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ ইয়াছিন মোল্লা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (৪ জুন) সকাল ১০:৩০ টায় চট্টগ্রাম মহনগর গোয়েন্দা বিভাগ (বন্দর) এর সহকারী পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন এর নেতৃত্বে বিশেষ টিম-০৪ এর অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন, এসআই(নিরস্ত্র) মোঃ আবুল ফজল সাঈদ তালুকদার, এএসআই(নিরস্ত্র) মোঃ মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স কর্তৃক গোপন সংবাদের  ভিত্তিতে  বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল  চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন দামপাড়া বাস কাউন্টারস্থ সোহাগ পরিবহন এসি বাস কাউন্টারের পার্শ্বে স্টার লাইন নামক বাস কাউন্টারের সামনে রাস্তার উপর হতে আসামী ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করে।

এছাড়াও ০১ টি কালো রংয়ের ক্যামেরা ব্যাগ যার মধ্যে ০১ টি  Canon Autoboy JET ক্যামেরা রক্ষিত ছিল, ০১ টি আইডি কার্ড যার গায়ে শিকড় সন্ধানে ও ইংরেজীতে PRESS লিখা আছে, ০২ টি ডাইরী ও ০১ টি MONTEX কলম যাহা আসামীর ডান হাতে ছিল, ০১ স্পাই ক্যামেরা সহ প্রাপ্ত হয়ে উদ্ধার পূর্বক ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে শিখর সন্ধানে নামক সাপ্তাহিক পত্রিকার ক্রাইম রিপোর্টার মর্মে পরিচয় দেয়।

ধৃত আসামী বর্ণিত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা হতে কম দামে ক্রয় করে বেশী দামে বিক্রয় করার জন্য ঘটনাস্থলে এনেছে বলে স্বীকার করে।

উক্ত আসামী শিখর সন্ধানে নামক সাপ্তাহিক পত্রিকার ক্রাইম রির্পোটার হিসাবে পরিচয় দিয়ে কক্সবাজার জেলা ও টেকনাফ থানা এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে মাসিক ও সাপ্তাহিক চাঁদা গ্রহণ করে মর্মে জানা যায়।

এ সংক্রান্তে খুলশী থানার মামলা নং-০৪   তারিখ-০৪/৬/২০১৮ ইং ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) টেবিল এর ৯(খ) রুজু হয়।

আসামীর ঠিকানা-

০১) মোঃ ইয়াছিন মোল্লা(৪৫), পিতাঃ- মৃত আয়নাল হোসেন মোল্লা, মাতাঃ- আনোয়ার বেগম, স্ত্রী- খাদিজা বেগম, সাং- পাইকপাড়া আয়নাল হোসেন মোল্লা বাড়ী, পোস্ট- বাসুদেব, থানা- ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া। বর্তমানে- কোনাপাড়া বাঁশেরপোল ০৩ নং গলি, চন্দ্রপাড়া সোলতানিয়া খানকা শরীফ, ইয়াছিন মোল্লার বাড়ী, ০৬ নং ওয়ার্ড, থানা: যাত্রাবাড়ী, জেলা- ঢাকা।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.