চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস বুধবার

0

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস বুধবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে।  আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জশনে জুলুসে ৫০-৬০ লাখ লোকের সমাগম হবে বলে নেতৃবৃন্দরা জানিয়েছেন। নগরীর মুরাদপুর-ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে সকাল ৮টায় ৪৭তম জুলুস বের হবে। জুলুসে নেতৃত্ব দেবেন আওলাদে রাসুল, শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ (ম জি আ)।

জশনে জুলুসের মিছিল মুরাদপুর, পাঁচলাইশ, চকবাজার, সিরাজদ্দৌলা রোড, আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগি পাহাড়, জামালখান, চট্টগ্রাম কলেজ হয়ে জুলুস পুনরায় মাদ্রাসায় ফিরে যাবে।

আজ  সোমবার (১৯ নভেম্বর) দুপুরে ট্রাস্টের সংবাদ সম্মেলনে জুলুসের মিডিয়া ডেস্কের আহ্বায়ক, পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল এ তথ্য জানান।

তিনি জানান, ১৯৭৪ সালে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিকে নিয়ে দরবারে সিরিকোটের আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহের (র.) নির্দেশ ও রূপরেখা অনুসরণ করে আনজুমান ট্রাস্ট চট্টগ্রামে প্রথম জুলুস প্রবর্তন করে। যা এখন চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গে রূপ নিয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন, মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভী, আনজুমানের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার প্রমুখ।

উপস্থিত ছিলেন আনুজমানের এডিশনাল সেক্রেটারি জেনারেল ও জুলুস সাব কমিটির আহ্বায়ক মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি এসএম গিয়াস উদ্দিন শাকের, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, মহাসচিব মুহাম্মদ সাহজাদ ইবনে দিদার, জুলুস মিডিয়া সাব-কমিটির আহ্বায়ক ছাবের আহমেদ, গাউসিয়া কমিটি বাংলাদেশের এমএ হামিদ, নগর সম্পাদক মুহাম্মদ মাহাবুবুল আলম, উত্তর জেলা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার মুহাম্মদ সাইফুল আলম সিদ্দিকী, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আনজুমান ট্রাস্টের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি প্রফেসর কাজী শামসুর রহমান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.