চট্টগ্রামে বাস চাপায় পিএসপি পরীক্ষার্থীসহ নিহত ২

0

নিজস্ব প্রতিবেদকঃ বাস চাপায় চট্টগ্রামের পটিয়ায় প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার এক ছাত্রী জান্নাতুল নাঈমা ইশা (১২) ও নগরীর বন্দর থানার ২ নম্বর মাইলের মাথায় বাসের ধাক্কায় মেহরুন (২৬) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।

জানা গেছে, পটিয়া জান্নাতুল নাঈমা ইশা উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের দিদারুল আলমের কন্যা। আজ রবিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের শান্তিরহাটের শিলাশাহ্ মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ ছিল পিএসসির গণিত পরীক্ষা। বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে মায়ের সাথে পরীক্ষা কেন্দ্র কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। তারা মহা সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাস (চট্টমেট্রো জ-১১-০৮৬২) শিলাশাহ্ মাজার এলালাকায় ইশাকে চাপা দেয়।

পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসব মৃত ঘোষনা করেন। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: জামশেদ হোসেন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে নগরীর বন্দর থানার ২ নম্বর মাইলের মাথায় বাসের ধাক্কায় মেহরুন (২৬) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহরুন বন্দর থানার ৩৮নম্বর ওয়ার্ডের আলী মাঝিরপাড়ার মোহাম্মদ রাসেল ব্যাপারীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির এ.এসা.আই আলাউদ্দীন তালুকদার বলেন, মেহরুন সকালে গার্মেন্টস-এ যাওয়ার সময় ২নম্বর মাইলের মাথায় রাস্তা পারাপারের সময় ৬ নম্বর বাসের ধাক্কায় আহত। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.