চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

0

সাবিনা আক্তার, সিটিনিউজ :: ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ অক্টোবর) চট্টগ্রাম কলেজে উদযাপিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৭। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার এবং  উপ-অধ্যক্ষ প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী সকাল ১০.৩০ মি. কলেজ প্রাঙ্গনে বেলুন-ফেষ্টুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার বলেন, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। আমরা যদি কলেজে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে পারি তাহলেই মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’ স্লোগানের স্বার্থকতা বজায় থাকবে।

কলেজের উপ-অধ্যক্ষ প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বলেন, সুষ্ঠুভাবে কর্মসম্পাদনে প্রয়োজন সৎ চিন্তা-চেতনা। এক্ষেত্রে শিক্ষার্থীদের আরও অনেক বেশি সচেতন ও যত্নবান হতে হবে। একটি বিষয় না বললেই নয়, যার যার অবস্থানে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কেউ তার কর্মস্পৃহাকে দমিয়ে রাখতে পারবে না। এক্ষেত্রে অবশ্যই সকলকে উদ্যোমী হতে হবে।

অতঃপর মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নাজির আহমদ, মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক জনাব মো. আবু তাহের, জনাব বৈদ্যনাথ সরকার, জনাব ছাইদুর রহমান, জনাব মোহাম্মদ নুর নবী, প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহ্বায়ক ড. মোজাহেরুল আলম এবং ছাত্র প্রতিনিধি খন্দকার নাঈমুল আজম, আমির উদ্দিন বাবু, আব্দুল আজিজ, মহিউদ্দিন মুন্না, মোস্তফা, সুফিয়ান, ইমাম হোসেন সুমন, আলীম, মোহাম্মদ ইউনুস, মাসুদ, সাবিনা আক্তার, দেবলীনা চৌধুরী, ইসরাত ইতি, দিয়া, শারমিন প্রমুখের নেতৃত্বে একটি র্যালি চট্টগ্রাম প্রেস ক্লাব অভিমুখে যাত্রা করে।

সকাল ১১.০০ ঘটিকা থেকে ১১.৩০ ঘটিকা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান করে মানসিক স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বক্তা বক্তব্য প্রদান করেন।

ছবি: মোহাম্মদ হানিফ

বেলা ১২ টায় চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস অনুষ্ঠানের আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক আবু তাহের। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান প্রফেসর মো. নাজির আহমদ।

তিনি বলেন, ‘সারা বিশ্বের সকল মানুষের মানসিক সুস্থতা নিশ্চয়তার লক্ষে প্রতি বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে। সুস্থ সমাজ গড়ে তোলার জন্য মানসিক সুস্থতা অপরিহার্য।’

সহযোগী অধ্যাপক বৈদ্যনাথ সরকার বলেন, ‘আমরা আর্থিকভাবে ধনী হতে পারছিনা, কারণ আমরা মানসিকভাবে ধনী নয়।’ তিনি আরও বলেন, ‘শারীরিক সমস্যার ২০-২৫ভাগ সম্ভাবনা বাড়িয়ে দেয় মানসিক সমস্যা। মানসিক শক্তি যখন কমে আসে তখন শারীরিক শক্তি কোন কাজে আসেনা।’ 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক জনাব মো. আবু তাহের, , জনাব মোহাম্মদ নুর নবী, চট্টগ্রাম কলেজ মনোবিজ্ঞান প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহ্বায়ক ড. মোজাহেরুল আলম।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল করিম, মোহাম্মদ ইউনুস, খন্দকার নাঈমুল আজম, শারমিন আক্তার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.