চন্দনাইশে আব্দুস সালাম বৃত্তি পরীক্ষা সস্পন্ন

0

সিটি নিউজ, চন্দনাইশঃ  চন্দনাইশের সাতবাড়িয়ায় মরহুম আলহাজ্ব আবদুস সালাম স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা কমিটির তত্ত্বাবধানে এবারের পরীক্ষার মধ্যদিয়ে শিক্ষায় উৎসাহমূলক এ প্রতিযোগিতার ১৩ বছর পূর্ণ হল।

গত শুক্রবার (২ নভেম্বর) উপজেলার ৭০ বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রায় ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন বৃত্তির পৃষ্ঠপোষক আলহাজ্ব ডা. কুতুব উদ্দীন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসান আল মামুন, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সুধীর চৌধরী, পরীক্ষার সচিব এনামুল হক খান, বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল,

চন্দনাইশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: নাজিম উদ্দীন, সেক্রেটারি কামরুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক আয়ুব আলী, মু. জহুুরুল আলম, মাস্টার জালাল আহমদ, আলহাজ্ব ছফির উল্লাহ, অজিত কান্তি দে, মো: আবুল হাসেম, এমরান বেগ, কামাল উদ্দীন, মাহবুব আলম, সুমন সরকার, বিমল দাশ, মো. মাহফুজুল হক রোমেল, মিসেস কানিজ ফাতেমা, শ্রাবণী বড়ুয়া, সুলতানা রাজিয়া প্রমুখ।

রচনামূলক ও নৈর্ব্যক্তিক সমন্বিত পদ্ধতিতে গৃহীত বহুবিষয়ের একমাত্র পরীক্ষার উত্তরপত্র একইদিন মূল্যায়ন ও নিরীক্ষা করে ফল প্রকাশ করা হয়। এতে মেধা তালিকায় ১০জন ও সাধারণ তালিকায় ৪০জন মোট ৫০জন পরীক্ষার্থী নির্বাচিত হয়। পরবর্তীতে নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের পূর্বঘোষণার মাধ্যমে বিদ্যালয় সমুহের মৌলিক বা বার্ষিক পরীক্ষার পর জৌলুসপূর্ণ অনুষ্ঠানে সনদপত্র, পুরস্কার ও বৃত্তি প্রদান করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.