চন্দনাইশে একই স্থানে দু’পক্ষের মিলাদ মাহফিল নিয়ে চরম উত্তেজনা

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ :: চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা এলাকায় একটি মসজিদের মাঠে দু’পক্ষের একই স্থানে মিলাদ মাহফিলকে কেন্দ্র করেন চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপে ১৪ ডিসেম্বরের ২ পক্ষের মিলাদ মাহফিল স্থাগিত। ১৬ই ডিসেম্বর সমঝোতার বৈঠক।

জানা যায়, আগামী ১৪ ডিসেম্বর চন্দনাইশ পৌরসভা দক্ষিণ হারলা নতুন পুকুর জামে মসজিদ মাঠে মহানবী (সঃ) ইসলামের আগমন উপলক্ষে দুটি পক্ষ একই স্থানে মিলাদ মাহফিলের ঘোষণা দেয়। বিষয়টি নিয়ে বিগত ১ সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল।

গত ৯ ডিসেম্বর একটি পক্ষ মিলাদ মাহফিল করার লক্ষে প্যান্ডেল করতে গেলে অপর পক্ষের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাধা প্রদান করেন। এতে ঐ পক্ষটি সংগঠিত হয়ে সন্ধ্যায় থানার গেইটে এসে বিক্ষোভ করলে পুলিশ তাদেরকে বাধা প্রদান করেন।

এ সময় পুলিশের বাধা অমান্য করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। স্থানীয় সংসদ সদস্য, থানা প্রশাসন অবহিত হলে আগামী ১৪ ডিসেম্বর উভয় পক্ষের মিলাদ মাহফিল স্থাগিত ঘোষণা করে ১৬ ডিসেম্বর সমঝোতার বৈঠকের নিদের্শ দেন।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন. বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র,থানা অফিসার ইনচার্জকে পরিস্থিতি বুঝে পদক্ষেপ গ্রহন করার কথা বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান বলেছেন, তিনি এবং থানা অফিসার ইনচার্জ  ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে আগামী ১৪ ডিসেম্বরের মিলাদ মাহফিল স্থাগিত করে ১৬ ডিসেম্বর সমঝোতার বৈঠকে আসার অনুরোধ জানান। উভয় পক্ষ বিষয়টি মেনে নিয়েছেন বলে জানান। বর্তমানে এলাকায় উত্তোজনা প্রশামিত হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.