চন্দনাইশে চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

0

সিটি নিউজ, চন্দনাইশঃঃ  চন্দনাইশ দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে গাড়ীর  চালক ও হেলপারদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দোহাজারী সোহাগ কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়।
১২ মার্চ সকাল থেকে এ কর্মশালায় দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দোহাজারী কমিউনিনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও দোহাজারী ট্রাক কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী আবদুল মালেক,

আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ ইয়াছিন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক এসএম রাশেদ, এম. ফয়েজুর রহমান,কামাল উদ্দীন, মৌলভীর দোকান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আইয়ুব চৌধুরী, শ্রমিক নেতা আবদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে ওসি মিজানুর রহমান বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। একটু সতর্কতাই পারে দূর্ঘটনা থেকে নিজেকে বাচাঁতে এবং অন্যোকেও বাঁচাতে। এছাড়া মোবাইল কানে দিয়ে গাড়ী না চালানো, ওভার টেকিং না করাসহ নানা ধরণের জনসচেতনতা মূলক বক্তব্য তুলে ধরেন। সে সাথে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বিষয়টিকে মাথায় রেখে গাড়ী চালানোর আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.