চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশঃঃ  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করে।

গত ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটের সময় চন্দনাইশ সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী,  উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. লূৎফুর রহমান, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) অমিত চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আসিফুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। চন্দনাইশ পৌরসভা, থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন নেতৃত্বে চন্দনাইশ থানা প্রশাসন, জাফর আলী হিরুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ,

মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি
                                                                মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি

পৌর আ’লীগের আহ্বায়ক এম. কাইছার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, উপজেলা ও পৌরসভা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আবদুল মালেক রানা, বাবুর আলী ইনু, শাখাওয়াত হোসেন শিবলী, হেলাল উদ্দীন চৌধুরী, যুবর্লীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এস.এম. মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, এম. হেলাল উদ্দীন চৌধুরীসহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া উপজেলা প্রেসক্লাব, চন্দনাইশ সংগীত নিকেতন, কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয়, ফতেগর এস.এন.বালিকা উচ্চ বিদ্যাল, পূর্ব চন্দনাইশ দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, গাছবাড়ীয়া এনজি উচ্চ বিদ্যালয়,

জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, নন-গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সংসদ, একুশ উদযাপন পরিষদ, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগ, চন্দনাইশ পৌর যুবলীগ, ছাত্র ইউনিয়ন চন্দনাইশ শাখা, তরুণ প্রজন্ম ৭১, ব্যুরো বাংলাদেশ সহ বেশকিছু সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দক্ষিণ জেলা মক্কা আওয়ামীলীগ ফাউন্ডেশনঃ দক্ষিণ জেলা মক্কা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন, আলহাজ্ব খাইরুল বশর, যুবলীগ নেতা ইব্রাহীম, শহিদুল ইসলাম, নাঈম উদ্দীন এরশাদ, নুরুল ইসলাম, আবদুর রহমান, আবু তৈয়ব বাছা, মো রবিন।

মহিলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি
                                         মহিলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগঃ চন্দনাইশ উপজেলা সাধারণ সম্পাদক শাহ্নাজ বেগমের নেতৃত্বে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস, নারগিস আকতার, নিলুপা আকতার, রুমানা আকতার, ছেনওয়ারা বেগম।

বাংলাদেশ গণ-আজাদী লীগঃ দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাও. আবুল কালাম আজাদ, চন্দনাইশ উপজেলা সভাপতি মো.ফোরকান এলাহি, সিনিয়র সভাপতি মাও. ইকবাল, অর্থ সম্পাদক নাঈম উদ্দীন, জুবাইর, হাফেজ রফিক, মিজান।

আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজ: মহান একুশ উদযাপন উপলক্ষে আমানতছফাব বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজে গত ২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে পুস্পস্তক অর্পণ করা হয়। পরে এক আলোচনা সভা কলেজ অধ্যক্ষ আবুল খায়েরের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনায় অংশ নেন: শিক্ষার্থী শারমিন আক্তার, প্রভাষক ফহমিদা আক্তার, শান্তপদ বড়ুয়া, কামরুন্নেছা খানম, রফিকুল আজম চৌধুরী।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি সকালে কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা অডিটোরিয়ামে ২১ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান সমিতি চন্দনাইশ শাখার সভাপতি হাবিবুর রহমান।

অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একুশের চেতনাকে ধারন করে স্বাধীনতা পেয়েছি। তবে দেশ রাজনৈতিকভাবে স্বাধীনতা পেলেও, অর্থনৈতিক স্বাধীনতা আমরা পায়নি। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবর্ন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ যে সকল ভাতা দিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় আজকে যে ঋণ এবং ভাতার বই বিতরণ করা হচ্ছে তা যথাযথ ব্যবহার করার উপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.