চন্দনাইশে শিখর’র বস্ত্র বিতরণ দুর্গা পূজায় বঞ্চিত শিশুদের

0

চন্দনাইশ প্রতিনিধি : ‘সৎজ্ঞানে সৎচিত্রে শিখর করিতে দান, আমরাই হলাম মনুষ্যপ্রাণ’ এ শ্লোগান নিয়ে গঠিত শিখর সংগঠনের ভিন্ন ধর্মী আয়োজন দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়।

সোমবার ১৫ অক্টোবর বিকালে উৎসবকে ভাগাভাগি করে চতুর্থ বারের মত শিখর গাছবাড়ীয়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়। জয়ন্ত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মো. আবদুল মতিন।

বিশেষ অতিথি ছিলেন সুশান্ত বড়–য়া। আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে শাহজাহান আজাদ, রতন চৌধুরী, শিখরের চীফ কো-অডিনেটর মো. রাজিব হোসেন রিফাত) আফরিন সোলতানা, প্রিয়ঙ্কা বড়ুয়া, রেজাউল করিম সৈকত, এমএ মুন্না, রিফাতুল ইসলাম প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.