চন্দনাইশে সাঙ্গু গ্রুপের কম্বল বিতরণ

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, হত দরিদ্র এলাকার শীতার্তমানুষের পাশে এসে দাড়ানো নৈতিক দায়িত্ব। বিশেষ করে গ্রামে শীতের প্রভাব বেশী।

প্রচন্ড শীতে কাপছে এ জনপদের মানুষ। তাদের এ মুহুতে তাদের জন্য শীতবস্ত্র অনেক উপকারের এ বিষয়টি অনুধাবন করে চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৩ হাজার পিচ কম্বল বিতরণ শুরু করেন তিনি।

বুধবার (১৭ জানুয়ারী) সকালে পশ্চিম এলাহাবাদ ফাজিল মাদ্রাসার মাঠে আনুষ্টানিকভাবে কম্বল বিরণ শুরু হয়। চেয়ারম্যান সাঙ্গু গ্রুপ পশ্চিম এলাহাবাদ মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি গভর্নি পরিষদ এম.এ তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মজিবুর রহমান।

আলোচনায় অংশন নেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার,আলহাজ্ব মাও. আবদুল মালেক নূরী,আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ইউ.পি সদস্য যথাক্রমে সামশুল আলম,জাহাঙ্গীর আলম,সামশুন নাহার।

মেম্বার যথাক্রমে শাহ আলম জাহাঙ্গীর আলম। উপ-ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংক রিয়াজ উদ্দীন রাজু,মো.আবদুল কাদের তালুকদার,মো. আবু ছৈয়দ,সলিম উদ্দীন,ফরিকুল হক,শাহেদুল আলম, শাহ জাহান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.