চন্দনাইশে ১ হাজার ৩৭ জনকে মেধা বৃত্তি প্রদান

0

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ২০১৭/২০১৮ সালের পি.এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৩৭ জন শিক্ষার্থীদের মেধাবৃত্তি বিতরণ করেছেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

এ উপলক্ষে উপজেলা সদরস্থ কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্টানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসারের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ও দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান।

বক্তব দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, মহিলা কর্মকর্তা গীতা চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মাষ্টার আহসান ফারুক, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.