চন্দনাইশ পৌরসভায় ৪’শ পরিবারে শীতবস্ত্র বিতরণ

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি করেছেন। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বের কাছে শেখ হাসিনা মাদার অব হিউমিনিটি হিসেবে পরিচিতি লাভ  করেন। সরকারের পাশাপাশি প্রচন্ড শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে সমাজ কল্যাণ মূলক কাজ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এসময় তিনি পৌর এলাকায় ৪’শ পরিবারে মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সোমবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলার পৌরসভা শাহ আমিন পার্ক সম্মুখে হতদরিদ্র জনগোষ্টির মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এক কথা বলেন।

উপজেলা চন্দনাইশ উপলো আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, পৌরসভা আ’লীগের আহবায়ক এম.কায়সার উদ্দীন চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সেচ্ছাসেবক লীগের মো. সেলিম উদ্দীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোজাফ্ফর আহমদ, ফারুক আলম মেহেদী,কশিনার মোজাম্মেল হক চৌধুরী,মো. ইয়াছিন আরফাত, পৌর যুবলীগ নেতা মো. নাছির উদ্দীন চৌধুরী,মো.শওকত হোসেন, প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.