চন্দনাইশ বরমায় বৈশাখী মেলা সম্পন্ন

0

নিজস্ব প্রতিবেদক:: চন্দনাইশ উপজেলার বরমায় বাংলা বর্ষ বিদায় ও নববর্ষ বরণ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বৈশাখী মেলা ১ বৈশাখ, ১৪ এপ্রিল বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় ও বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়।

বরমা বৈশাখী মেলা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল মো. মাসুদ আলম চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন ভাষা আন্দোলন গবেষক ও লেখক মাহমুদ বিন কাসেম। বিশেষ অতিথি ছিলেন ৫নং বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক অশোক কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বলরাম চক্রবর্তী, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম, বরমা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, মাস্টার কাজী আবুল কালাম আজাদ বাবু, মাস্টার কল্যাণ মিত্র বড়ুয়া, বরমা নাট্যগোষ্ঠীর নাট্যপরিচালক পরিমল গাঙ্গুলী শিবু ও বিকাশ মজুমদার।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার কো-চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মেলার মহাসচিব সৈয়দ শিবলী ছাদেক কফিল। উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সমাজকল্যাণ সম্পাদক মো. শহীদুল ইসলাম সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজীব আচার্য্য, সরওয়ার কামাল লিটন ও মিস অর্পা ধর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবু সেন গুপ্ত, সুশান্ত চক্রবর্তী শুভ, রিপন দাশ গুপ্ত, কৃষ্ণ চক্রবর্তী, আসহাব উদ্দিন হিরো, জাহেদুল ইসলাম, আনন্দ দাশ, মাস্টার জুয়েল শীল, অপু দেব, বরমা আইডিয়াল পাবলিক স্কুলের শিক্ষিকা সুলতানা নাসরিন, আনিসুল হক মিঠু, এম ইমরান মাহমুদ, মিস ঐশী ধর, অর্পা ধর, প্রিয়াংকা দাশ, রাকেশ দাশ, প্রান্ত চ্যাটার্জী, রূপান্ত ধর প্রমূখ।

কর্মসূচীর মধ্যে ছিল পান্তা ভোজন, র‌্যালী, আলোচনা, কৃতী শিক্ষার্থী সংর্বধনা, নাটক ও যাদু প্রদর্শনী, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.