চন্দনাইশ বরমা ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা

0

সিটি নিউজ,চন্দনাইশ :  চন্দনাইশের ৫ নং বরমা ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থসনের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৬ মে শনিবার চন্দনাইশের ৫নং বরমা ইউনিয়ন পরিষদের এ বাজেট ঘোষণা করছেন ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

এ সময় ইউপি সচিব, ইউপি সদস্য, সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজসেবকসহ বিশিষ্ট গন্যমান্যবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম চৌধুরী টিটু, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে দাতা (একমেয়াদ) সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বক্তব্য রাখেন ইউপি সচিব রাজিব কুমার মিত্র, ইউ সদস্য মো. আবু জাফর, হারুনুর রশীদ, জরিনা বেগম ডেজি, মফিজুল আলম, মোহাম্মদ সেলিম, আবুল মঞ্জুর চৌধুরী, অমর কান্তি ভট্টাচার্য্য, নওশা মিয়া, সুনীল দেব সোনা, মো. শাহ আলম, মনোয়ারা বেগম, ছেনোয়ারা বেগম প্রমুখ।

এতে ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ৮২,১৯,৬২০ টাকার বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে ব্যয় খাতে ধরা হয়েছে- নিজস্ব আয়- ১৫,২৯,৬০০ টাকা ও উন্নয়ন তহবিল- ৬৬,৯০,০২০ টাকা। এবং আয় খাতে- নিজস্ব তহবিল- ১৫,৭৯,৯৮৫ টাকা ও উন্নয়ন তহবিল- ৬৮,৯২,৪০৫ টাকা। অর্থাত উদ্বৃদ্ধ থাকবে -২,৫২,৭৭০ টাকা টাকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.