চসিক ভ্রাম্যমান আদালতের অভিযান

0

সিটি নিউজ, চট্টগ্রামঃঃ  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফুটপাতের উপর মালামাল রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন।

আজ রবিবার (১১ মার্চ) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার এর নেতৃত্বে  নগরীর চেরাগী পাহাড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে কোতোয়ালী থানাধীন মোমিন রোডের চেরাগী পাহাড় এলাকায় দোকানের অংশ বর্ধিত করে অবৈধভাবে ফুটপাত দখল করা ও রাস্তার উপর ফুলের দোকানের মালামাল স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে চেরাগী হোটেলকে ৫ হাজার টাকা, নিউ স্টার ফুলের দোকানকে ২ হাজার টাকা, অপরাজিতা ফুলের দোকানকে ২ হাজার টাকা, হেভেন ফ্লাওয়ারকে ২ হাজার টাকা, স্টার পুষ্পাকে ২ হাজার টাকা, রেশমা পুষ্প বিতানকে ২ হাজার টাকা,

ফ্লাওয়ার গার্ডেনকে ২ হাজার টাকা, রীমা ফুলের দোকানকে ২ হাজার টাকা, অতিথি ফ্লাওয়ারকে ২ হাজার টাকা, সমিষ্ঠা ফ্লাওয়ারকে ১ হাজার টাকা, শাহ মজিদিয়া পুষ্প কেন্ডকে ২ হাজার টাকা, সানফ্লাওয়ারকে ৫ হাজার টাকা, রোজ সাজ পুষ্প বিতানকে ২ হাজার টাকা,

শাহ জালাল পুষ্পকে ২ হাজার টাকা, সিলসিলা পুষ্প বিতানকে ২ হাজার টাকা, খাজা পুষ্প বিতানকে ২ হাজার টাকা, এন বি পুষ্প বিতানকে ২ হাজার টাকা, কৃষ্ণচুড়া পুষ্প বিতানকে ২ হাজার টাকা, চেরাগী ডিপার্টমেন্ট ষ্টোরকে ৩ হাজার টাকা ও আজাদ ডিজিটাল কেয়ার সেলুনকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিষ্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.