চারিদিকে পানিতে থৈ থৈ

0

জেসমিন সরওয়ারঃ চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতায় ও জোয়ারের পানিতে ভাসছে। মেঘা প্রকল্প পানিতে চুপছে যাচ্ছে। মানুষের দুর্ভোগ ও দুর্গতি যেন আল্লাহর আঁরশ কাপছে। নগরীর গুরুত্বপূর্ন সড়কগুলো পানিতে থৈ থৈ করছে।

মানুষের বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি। সড়কের উন্নয়নের বড় বড় প্রকল্প গ্রহন ও বাস্তবায়নে সমন্বয়হীনতা, গাফিলতি, অবহেলা এর জন্য দায়ী। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় উঁচু করা নতুন রাস্তাগুলো পানিতে সয়লাব হয়েছে। মানুষের জীবন ও সম্পদ বার বার প্রতিবছর ক্ষতি হলেও সিডিএ, চসিক, ওয়াসা নির্বাক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.