ছাত্রলীগের ফ্র্যাংকিনষ্টাইন রাজনীতি

0

শারমীন শায়লাঃঃ  চট্টগ্রাম মহানগরীতে ছাত্রলীগের বেপরোয়া তান্ডবের উৎসব হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি লালদিঘী পাড় ও ২৭ ফেব্রুয়ারি নগরীর ইঞ্জিনিয়ার ইসষ্টিটিউটে। লালদিঘীতে ছিল মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভা ও ২৭ ফেব্রুয়ারি ছিল ছাত্রলীগের উত্তর জেলা সম্মেলন। এমপি, মন্ত্রী ও শীর্ষ নেতাদের সামনে চেয়ার দিয়ে মারামারি ও গোলাগুলি করেছে ছাত্রলীগের কর্মীগন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন সর্বশেষ হয় ২০১১ সালে। এবার সম্মেলন পন্ড হয়ে যায় মারামারিতে। ফ্র্যাংকিনষ্টাইন পদ্ধতিতে রাজনীতির নগ্ন উল্লাস একদিকে যেমন জনগন প্রত্যক্ষ করছে অন্যদিকে সরকারের এবং আওয়ামীলীগের ভাবমূর্তি মারাত্বকভাবে বিনষ্ট হচ্ছে। ছাত্রলীগের বেপরোয়া তান্ডব নগরবাসীর কাছে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ছাত্রলীগের এই বেপরোয়া গতি নিয়ন্ত্রনে ব্যার্থ হচ্ছে বার বার মুরব্বী সংগঠন আওয়ামীলীগ। চট্টগ্রামে ছাত্রলীগের বেপরোয়া তান্ডব ছাত্রলীগের ভাবমূর্তিও এখন প্রশ্নবিদ্ধ। সরকারের ২য় মেয়াদের শেষ সময়ে এসে ছাত্রলীগের এই মারামারি চট্টগ্রামের রাজনীতির জন্য একটি অশনী সংকেত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.