ছাত্রসংগঠনের নেতৃত্বে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

0

সিটি নিউউ ডেস্ক :   বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের শিক্ষা সফর ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আবুল হোসাইন বলেন, ছাত্রসংগঠন গুলোর নেতৃত্বে মেধাবীদেরঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সংগঠনের নেতা হওয়ার চাইতে কর্মী হতে পারা অনেক গৌরবের।

নেতৃত্বের প্রতি আনুগত্যশীল থেকে দায়িত্ব পালন করলে সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধি পাবে। নীতি নৈতিকতা বিবর্জিত আদর্শহীন ছাত্র রাজনীতি দেশের ছাত্র সমাজের আস্থা হারাতে বসেছে। তাই ছাত্র সমাজকে অতীতের গৌরব উজ্জ্বল ভূমিকা দিকে ফিরে গিয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে হবে।

ছাত্রসেনার গৌরবজ্জল ইতিহাস ছাত্রসমাজের মাঝে তুলে ধরে তাদেরকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করার জন্য সেনানেতাদের প্রতি আহ্বান জানান দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসাইন। তিনি রাসুল (দ:) এর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

৭ জানুয়ারি রবিবার সকালে দিনব্যাপী বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৪নং বাহারছড়া ইউনিয়নের রত্মপুর সমুদ্র সৈকতে আয়োজিত শিক্ষা সফর ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। উদ্বোধক ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান।

প্রধান প্রশিক্ষক ছিলেন ছাত্রসেনা কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা জি.এম শাহাদাত হোসাইন মানিক। প্রশিক্ষক ছিলেন ছাত্রসেনা দক্ষিণ জেলার অর্থ-সম্পাদক এইচ.এম এনামুল হক, উপজেলা উত্তরের সভাপতি মুহাম্মদ শফিউল বশর।

সংগঠনের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আবদুল আলিম রজভী ও এইচ.এম. নেজাম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহাদাত হোসেন নঈমী, মাওলানা নাছির উদ্দিন কাদেরী, ছাত্রসেনা সোবহানিয়া মাদ্রাসার সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, কাজী মুহাম্মদ শাহেদ, খাইরুল বশর, হাফেজ নুরুল কবির, মুহাম্মদ ইমরান খান, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, ডাঃ নবী হোসেন, মাওলানা ওমর ফারুক সিদ্দিকী, সালাহ উদ্দিন কাদের, জয়নাল আবেদীন, মুহাম্মদ সৈয়দ, মুহাম্মদ ইব্রাহিম সুমন, মুহাম্মদ মোজাহের, আরিফুল করিম, মোজ্জামেল হক, সৈয়দ হালিম, মুহাম্মদ ওয়াশিম, মোরশেদ, কাজী মুহাম্মদ শাহেদ, ইফতেখার উদ্দিন, ফরহাদুল ইসলাম, আহমদ উল্লাহ, মহিউদ্দিন, মুহাম্মদ রুবেল, আরিফুল ইসলাম, নবাব আলী, মুহাম্মদ সিফাত, মুহাম্মদ মিরাত, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ জোবাইর প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.