জি-সেভেনের এজেন্ডায় রোহিঙ্গা ইস্যু

0

আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্বের উন্নত সাতটি দেশ নিয়ে গঠিত গ্রুপ অব সেভেনের (জি-সেভেন) পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠকে আলোচনার মূল সূচিতে রয়েছে রোহিঙ্গা সংকট। এছাড়া ভেনিজুয়েলা ও সিরিয়া পরিস্থিতিও তাদের আলোচ্যসূচিতে রয়েছে।

আগামী ২২-২৪ এপ্রিল কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ‘শান্তিপূর্ণ এবং নিরাপদ বিশ্ব নির্মাণ’- এমন স্লোগানে বৈঠকে বসবে উন্নত অর্থনীতির সাত দেশ।

সোমবার সম্মেলনের ব্যবস্থাপক পিটার বোহেম বলেন, আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়টি বহুবছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যেমন সিরিয়া, ইউক্রেন এবং ইরানের বিষয়টি।

সম্প্রতি টরন্টো বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গাদের নিয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী চেরিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে কারণ এর সঙ্গে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের বিষয়টি জড়িত। এরজন্যই আমরা এ বিষয় (রোহিঙ্গা সংকট) নিয়ে কথা বলবো। সূত্র: সিবিসি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.