টেকনাফের মাদক ব্যবসায়ী ইউপি সদস্য বন্দুকযুদ্ধে নিহত

0

শহিদুলইসলাম , উখিয়া :: কক্সবাজারের টেকনাফের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এক ইউপি সদস্য বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

নিহত ইয়াবা কারবারী আখতার কামাল(৪০) সাবরাং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। নিহত মাদক ব্যবসায়ী উপজেলার মুন্ডার ডেইল গ্রামের মৃত নজির আহমদ মেম্বারের পুত্র।

পুলিশ জানায়, জুমাবার (২৫ মে) ভোর রাতে হিমছড়ি দরিয়ানগর এলাকায় গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছার আগেই বাকী দুস্কৃতকারীরা পালিয়ে গেলেও মেরিন ড্রাইভের পাশে পরিত্যক্ত একটি লাশ দেখতে পায়।

ঘটনাস্থল থেকে পুলিশ লাশসহ ১হাজার পিচ ইয়াবা, ১টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন।

পরে পুলিশ সনাক্ত করেন যে, লাশটি সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আক্তার কামাল। হি

মছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মনিরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বাকী দুস্কৃতিকারীরা পালিয়ে গেলেও মেরিন ড্রাইভ সড়কের পাশে পরিত্যক্ত লাশ, তার পাশে থাকা একটি অস্ত্র, কার্তুজ এবং ১হাজার পিচ ইয়াবা উদ্ধার করেন।

তিনি আরো জানান, নিহত আখতার কামাল মেম্বার একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.