ট্রাফিকে কনস্টেবল নিরঞ্জনের ৫শ

0

দিলীপ তালুকদারঃ চট্টগ্রামে আগ্রাবাদ ট্রাফিক অফিসে কর্মরত কনস্টেবল নিরঞ্জন মানুষকে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিম্নে ৫শ টাকা উৎকোচ না দিলে উপরের অর্ডারও কেরি করে না।

নিরঞ্জনের মনোরঞ্জনের জন্য দিতে হয় এ টাকা। তিনি পত্রিকা বা সাংবাদিক চেনেন না। চেনেন কড়কড়ে ৫শত টাকার নোট। নিজেকে মাঝে মধ্যে এসপি, ডিসি ভাবেন তিনি।

অভিযোগ রয়েছে কনস্টেবল নিরঞ্জন ট্রাফিক পুলিশের অফিসে ঘুষের হাটের চিহিৃত একজন ব্যাক্তি। চালক বা গাড়ির মালিক যেই হোক নিরঞ্জনের কাছে গেলেই দিতে হয় কমে ৫শত টাকা। না হলে ফাইল নড়ে না। অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। একজন কনস্টেবল বললেন, নিরঞ্জনবাবু টাকা চেনেন মানুষ চেনেন না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.