ট্রাফিক পুলিশের পাশে বাংলাদেশ ট্রাফিক এ্যাওয়ারন্যাস ক্লাব

0

সিটি নিউজ ডেস্কঃ  বাংলাদেশ ট্রাফিক এ্যাওয়ারন্যাস ক্লাব পবিত্র রমজান মাসে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু থাকার জন্য  তাদের কার্যক্রম শুরু করেছে। আজ সোমবার (৪জুন) নগরীর প্রবর্তক মোড় এলাকায় উক্ত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

৪ জুন থেকে ১১ জুন পর্যন্ত স্বেচ্ছাসেবামূলক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠু ভাবে ট্রাফিকিং পরিচালনায় বাংলাদেশ ট্রাফিক এ্যাওয়ারন্যাস ক্লাব এর সদস্যরা তৎপর থাকবে। এ সময় তারা চট্টগ্রামে দুইটি গুরুত্বপূর্ণ স্থান কল্লোল সুপার মার্কেট থেকে আফমি প্লাজা এবং স্যানমার ওসান সিটি এলাকায় ট্রাফিক পুলিশদের যানজট নিরসনে সহায়তা করবে।

এবছর ৪৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। তাদের এবারের প্রতিপাদ্য RAMADAN CAMPAIGN-2018 এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রাফিক এ্যাওয়ারন্যাস ক্লাব এর সভাপতি মোঃ হুমায়ুন মোর্শেদ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব হারুন-উর-রশিদ হাযারী, বাংলাদেশ ট্রাফিক এ্যাওয়ারন্যাস ক্লাব এর সাধারণ সম্পাদক জনাব রিদউয়ান উর রহমান, সহ সাধারণ সম্পাদক জনাব রনি বড়–য়া, সহ সভাপতি রাহাত মাহমুদ।

প্রতিদিন রাত ০৮.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত তারা তাদের কার্মকান্ড পরিচালনা করবেন। তাদের এই বছরের কার্যক্রমের সার্বিক সহযোগিতা করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। উল্লেখ্য যে, উক্ত প্রতিষ্ঠান বিগত চার বছর যাবৎ রমজান মাসে ট্রাফিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করে আসছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.