ডাকাতির সরঞ্জামসহ ৪ ডাকাত গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকার একটি মার্কেটের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডাকাতি করার সরঞ্জামসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে নগর ডিবি পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- বাদশা মিয়া (১৯), মোঃ সুমন (২২), মোঃ কাশেম আলী (২৮), মোঃ সাব্বির হোসেন (২০)।

উদ্ধার করা সরঞ্জাম মধ্যে রয়েছে- বাদশা মিয়া’র নিকট হতে ১টি ছুটি, ১টি স্ক্রু, ১টি মোবাইল। মোঃ সুমন’র নিকট হতে ৩টি শপিং ব্যাগ, ২টি বিছানার চাদর, ১টি লোহার প্লেট বার, ১টি মোবাইল। মোঃ কাশেম আলী’র নিকট হতে ১টি ট্রাভেল ব্যাগ, ১টি লোহা কাটার যন্ত্র। ৪) মোঃ সাব্বির’র নিকট হতে ১টি ছুরি।

নগর গোয়েন্দা বিভাগের এসআই মোহাম্মদ রাজীব হোসেন জানান, গোপন খবরের ভিক্তিতে নগরীর নতুন রেলওয়ে স্টেশনের বিপরীতে নুপুর শপিং কমপ্লেক্স এর নীচতলায় পূরবী ফুডস নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জন ডাকাতকে হাতে নাতে আটক করে। এসময় মোঃ সোহেল (২৮) নামে এক ডাকাত কৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা কোতোয়ালী থানাধীন লালদীঘি জেলা পরিষদ মার্কেটে ডাকাতির উদ্দেশ্যে উল্লেখিত স্থানে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেন এবং তারা ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর, জেলার বিভিন্ন স্থানে , ঢাকা মহানগর, কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন মার্কেটসহ ও বাসা বাড়িতে সংঘবদ্ধভাবে ডাকাতি করার বিবরণ দিয়েছে পুলিশের কাছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.