ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের খেলা ২৪ মার্চ

0

খেলাধুলা, সিটিনিউজ :: আগামী ২৪ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগের (ডিপিডিসিএল) সুপার সিক্স পর্ব। সুপার সিক্সের উদ্বোধনী দিন তিনটি ম্যাচ রয়েছে। বুধবার (২১ মার্চ) প্রিমিয়ার লিগের এ তথ্য দিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস এর (সিসিডিএম) সমন্বয়কারী আমিন খান

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আবাহনী লিমিটেড ও ষষ্ঠ দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে লড়বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল লিজেন্ডস অব রূপগঞ্জ ও পঞ্চম দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একই দিন পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থাকা খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও চতুর্থস্থানে থাকা প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব একে অপরের মুখোমুখি হবে। ২৪ মার্চ সুপার সিক্সের প্রথম পর্ব শুরু হবার পর ২৭ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। এরপর ৩০ মার্চ থেকে শুরু হবে সুপার সিক্সের তৃতীয় পর্ব।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগ পর্ব। গতকাল শেষ হয় লিগ পর্বের লড়াই। গেল দেড় মাসে লিগ পর্বে মোট ৬৬ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১২টি দলই একে অপরের মুখোমুখি হয়ে ১১টি করে ম্যাচে অংশ নেয়। ১২ দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়টি দল সুপার সিক্স নিশ্চিত করে। দলগুলো হলো- আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রুপগঞ্জ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.