দলে ‍ফিরলেন মোসাদ্দেক

0

স্পোর্টস ডেস্ক:: গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ সময় পর আবার বাংলাদেশ দলে দেখা যাবে এই ডানহাতি ব্যাটসম্যানকে। আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশের এই ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি ইমরুল কায়েস, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে ভালো নৈপুণ্য দেখাতে না পারলেও দলে নাম আছে ওপেনার সৌম্য সরকারের। তাঁর প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমাদেরও সৌম্যকে নিয়ে কিছু সংশয় ছিল। কিন্তু অধিনায়ক ও কোচের পরামর্শে শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়েছে।’

আগামী ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এটিই হবে দুই দেশের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ।

১৫ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, রুবেল হোসেন ও আবু জায়েদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.