দাম কমেছে ভারতীয় পেঁয়াজের

0

অর্থ ও বাণিজ্য, সিটি নিউজ :: ঈদুল আযহাকে সামনে রেখে আবারো দাম কমেছে ভারতীয় পেঁয়াজের। হিলি স্থলবন্দর দিয়ে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমেছে পণ্যটির।

দুই দিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে ৬ থেকে ৮ টাকা। হিলি স্থলবন্দরের মোকামে গত শনিবার প্রতিকেজি পেঁয়াজ ২০ থেকে ২১টাকা বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়।

আমদানিকারা বলছেন, চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ আমদানি ও ট্রাকের সংখ্যা কম হওয়ায় দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ পাঠাতে না পেরে কম দামে বিক্রি করতে হচ্ছে।

কাষ্টমস কর্তৃপক্ষ জানায়, গত তিনদিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমাদানি হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.