দুইশত গাছের চারা রোপণ করেছে ‘শেকড়’

0

সিটি নিউজ ডেস্ক : সবুজ পৃথিবী গড়তে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে সামাজিক সংগঠন ‘শেকড়’।

১৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে পটিয়া কেলিশহর উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম এ হাশেম সিদ্দিকী।

এ উপলক্ষে সংগঠনের পটিয়া উপজেলা শাখার সভাপতি কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার মিত্র। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম জাবেদ হায়দার।

এ্যাপেলো মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেকড় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. কাজী আশরাফুল হক ফাহাদ, সহ-সভাপতি রুবেল দে স্বাধীন, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুখ, পটিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকন, দপ্তর সম্পাদক শোভন রায় এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন আক্তার। সভা শেষে বিদ্যালয়ের দুইশত শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.