দুই দেশের পতাকা বৈঠক সম্পন্ন

0

শহিদুলইসলাম, কক্সবাজার :: বান্দরবানের  নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বিজিবি ক্যাম্পে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষ হয়েছে।

এসময় জিরো পয়েন্টে অাশ্রয় নেয়া ৬হাজার রোহিঙ্গা কে ফিরিয়ে নেয়ার অাগ্রহ প্রকাশ বিজিপি এবং সীমান্তে নিজেদের অংশে অভ্যন্তরীন নিরাপওার  জন্য  বাড়তি সেনা মোতায়েন  করেছে বলে জানিয়েছেন মিয়ানমার।

একই কারনে তারা সীমান্ত এলাকায় ফাঁকাগূলি ছুড়ে ছিল বলে ও দাবি করেছে।

আজ শুক্রবার (২মার্চ) বিকাল ৩টায় দিকে ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)ক্যাম্পে পতাকা বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বিকাল ৪টা ৪০মিনিটের দিকে বৈঠক শেষ হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য  জানান ৩৪বিজিবির অধিনায়ক লে:কর্নেল: মনজরুল হাসান।

এসময় তিনি বলেন, মিয়ানমার সীমান্ত পুলিশ অার ও জানিয়েছেন ভবিষ্যতে সীমান্ত এলাকায় ফাঁকা গুলির অাগে বাংলাদেশকে অবহিত করতে হবে। মিয়ানমারের পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির সীমান্ত পুলিশের লে: সোয়োজাই লিউ।

তিনি অারো বলেন, সীমান্ত এলাকায় পরিস্হিতি এখন স্বাভাবিক অাছে। শূন্য রেখায় থাকা রোহিঙ্গারা ও ভালো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.