দেশের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : বাংলাদেশ প্রেস কাউন্সিলের সভাপতি, বিচারপতি মো. মমতাজ উদ্দীন আহমেদ বলেছেন, নিজেদের মধ্য থাকা বিভাজন দূর করে ঐক্যবদ্ধভাবে দাবী আদায়ের লক্ষ্যে কাজ করতে হবে। জনপ্রতিনিধি,প্রশাসনের মধ্য থেকে বেরিয়ে এসে সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করার আহবান জানান।

সাংবাদিকরা সমাজের দর্পণ, দেশের উন্নয়নে তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের জন্য,দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য ভূমিকা রেখে এগিয়ে যাচ্ছে মফস্বলের সাংবাদিকরা। স্বাধীনতা যুদ্ধেও সাংবাদিকদের ভূমিকা ছিল। বর্তমানে ব্যাংক কেলেংকারী,বিভিন্ন ক্ষেত্রে দূর্নীতি, জঙ্গীবাদ দমনে সাংবাদিকদের ভূমিকা প্রংশসনীয়।

সাংবাদিকদের নিবন্ধন,ওয়েজ বোর্ড, নিয়োগপত্র, ওয়েবসাইডে সাংবাদিকদের তালিকা প্রকাশের উদ্যোগ গ্রহন করে মালিকদের কারণে বাধাগ্রস্থ হয়েছেন বলে উল্লেখ করেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ, সংবিধান,সংসদকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি। ঢাকা শহরে বর্তমানে ৩’শ ৯২টি পত্রিকা প্রকাশিত হয়। নীতিমালা তৈরি করতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে তিনি মত ব্যক্ত করেন। কারণ সংবাদ পত্রের উপর রাষ্ট্রিয় ভাবে কোন নিয়ন্ত্রণ নেই।

সরকার উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ দেয় এতে সরকারি কর্মকর্তা বা জন প্রতিনিধিরা আইনের ব্যার্থয় ঘটালে অবশ্যই লিখতে হবে। অর্থনীতি,রাজনীতি,সমাজনীতির কথা সাংবাদদিকদের লিখতে হবে। সাংবাদদিকরা জ্ঞান চর্চা করে। সত্যকে তুলে ধরাই হচ্ছে সংবাদদিকদের কাজ। ন্যায় ও সত্যের পথে লিখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অপ-সাংবাদিকতা রোধ করে আগামী দিনে একটি নীতিমালা তৈরি উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।

শুক্রবার ৫ জানুয়ারী সন্ধ্যায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে চন্দনাইশ উপজেলা অডিটরিয়ামে কর্মরত ইলেক্টনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সভাপতি, বিচারপতি মো. মমতাজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার, সাংবাদিকদের মধ্যে প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক এম.এ রাজ্জাক রাজ, সাংবাদিক নাছির উদ্দীন বাবলু, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী, সাংবাদিক এম.এ মুবিন,সাংবাদিক মোজাহেরুল কাদের, সাংবাদিক এম.এ মুছা, সাংবাদিক এস.এম মহিউদ্দীন,সাংবাদিক এস.এম রাশেদ,সাংবাদিক এম.এ ফয়েজ,সাংবাদিক আবু মহসিন,সাংবাদিক কফিল উদ্দীন,সাংবাদিক নুরুল আলম,সাংবাদিক এস.এম রহমান, সাংবাদিক আবু তালেব আনছারী,সাংবাদিক মো.এরশাদ,সাংবাদিক সৈকত দাশ ইমন, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক কমরুদ্দীন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.