ধানের গোলাভর্তি ভীমরুলের চাক

0

বোয়ালখালী প্রতিনিধি :: বোয়ালখালী উপজেলার পৌর সদরে মুজাহিদ চৌধুরী পাড়ায় একটি পুরোনো ধানের গোলায় বিশাল চাক গড়ে বাসা বেঁধেছে ভীমরুল। এতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তবে এ পর্যন্ত ভীমরুলের কামড়ে কেউ আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে ঝাঁকে ঝাঁকে ভীমরুল টিনের তৈরি এ ধানের গোলা থেকে বের হতে দেখে স্থানীয়রা।

স্থানীয় মো.বাবুল, আবুল কাশেম, পারভেজসহ বেশ কয়েকজন জানান, পৌর সদরের পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার বশর ডাক্তার বাড়ীর মরহুম আবদুস সালামের পুরোনো ধানের গোলার পুরোটায় ভীমরুলের চাকে পরিণত হয়েছে। ধানের গোলার আশপাশের বেশ কয়েকটি এলাকায় ভীমরুলের ঝাঁক দেখা গেছে।

মরহুম আবদুস সালামের ছোট ভাই মো. শফি বলেন, ‘ গত ৩/৪ বছর ধান চাষ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ধানের গোলাটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। এর থেকে বৃহস্পতিবার সকাল থেকে ঝাঁকে ঝাঁকে ভীমরুল বের হতে দেখা যায়।’ গোলাটি দৈর্ঘ্যে প্রায় ৬ফুট, প্রস্থে ৩ফুট ও উচ্চতায় ৫ফুট হবে বলে জানান তিনি।

এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান স্থানীয় পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.