নগরীতে আবর্জনার ভাগাড়

0

কামরুল ইসলাম দুলুঃঃ  চট্টগ্রাম মহানগরীর প্রায় এলাকায় ডাষ্টবিনগুলো নিয়মিত পরিস্কার হচ্ছে না। ডোর টু ডোর আবর্জনা পরিস্কারের চলমান প্রক্রিয়াও নিয়মমাফিক হচ্ছে না। ডাষ্টবিনের ময়লা সময়মত পরিস্কার না করায় আবর্জনা জমা হয় রাস্তায়।

এতে মানুষের দুর্ভোগ ও গন্ধে অতিষ্ট হতে হচ্ছে। কোন ওয়ার্ডেই পর্যাপ্ত সেবক না থাকায় নগরীতে আবর্জনার ভাগাড় জমা হচ্ছে। মন্ত্রি মোশাররফ হোসেন এ কথা বললেও চসিক বলছে মন্ত্রির কথা সঠিক নয়। জনগন বলছে, বাস্তবচিত্র নগরী এখন আবর্জনার ভাগাড়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.