নগরীতে ৪ মহিলা প্রতারকসহ ৫ জন আটক

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ চার মহিলা প্রতারকসহ ৫জনকে আটক করেছে। প্রতারক চক্র মহিলা দিয়ে বিভিন্ন মানুষের সাথে মোবাইল ফোনে কথা বলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে, তাদের ভাড়া করা বাসায় নিয়ে মারধর করতঃ অশ্লীল ভঙ্গিতে মোবাইলে ছবি তোলে ও ভিডিও চিত্র ধারণসহ আটক ব্যক্তিদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

এ ধরনের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গতকাল রাতে নগরীর পাচঁলাইশ থানাধীন ২৭৫ নং মকবুল সওদাগর লেইনস্থ রহমান ম্যানশন’র ৩য় তলায় ১৪ নং ভাড়া বাসায় অভিযান চালায়। বাসায় অবস্থানরত ৪জন মহিলা ও ১জন পুরুষ মোবাইল সেট উদ্ধার করে। উপ-কমিশনার (ডিবি-বন্দর) জনাব আবু বক্কর সিদ্দিক মহোদয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো ফাতেমা বেগম(২৮) স্বামী-মোঃ সাজ্জাদ হোসেন, পিতা-মৃত মৌলভী নুরুল ইসলাম, মাতা-লায়লা বেগম, সাং-নাপিতখালী (কাদেরিয়া পাড়া), থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-চকবাজার, কাপাসগোলা, মুন্সি পুকুর পাড়, মন্ডল এর বাপের বিল্ডিং, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম, মমতাজ আক্তার প্রকাশ রিসতা (১৮) পিতা-মোঃ মোফাজ্জল, মাতা-মৃত দিলোয়ারা বেগম, সাং-কালীপুর (রশিদ পাড়া, বেন্ডার বাড়ী), থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, মোছাঃ সাথী আক্তার (১৮), স্বামী-সাদ্দাম হোসেন, পিতা-নুরুল হক, মাতা-সখিনা খাতুন, সাং-নতুন বাহারছড়া (জাফর আলম মেম্বারের বাড়ী), থানা-কক্সবাজার সদর মডেল, জেলা-কক্সবাজার, মোছাঃ হাজেরা বেগম (৩৪), স্বামী-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-চেয়ারম্যান পাড়া, ৪নং ওয়ার্ড, হোল্ডিং নং-৫৪, থানা-লামা, জেলা-বান্দরবান, মোঃ রফিকুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-কলিংগা পাড়া, আব্দুল কুদ্দুসের বাড়ী, থানা-লামা, জেলা-বান্দরবান, উভয় বর্তমানে-মির্জারপুল, আলাউদ্দিনের ভাড়াটিয়া, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো ৪ জন। তারা হলো পলাতক আসামী ৬। মোঃ সাজ্জাদ হোসেন (৩৫) পিতা-মোঃ নুরুন্নবী, সাং-নিমতল, সেলিম এন্ড সন্স এর বিপরীত পাশে, (জয়নাল মাঝির বাড়ী) থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম, ৭। হিরু বড়ুয়া, পিতা-অজ্ঞাত, মাতা-রুমা বড়ুয়া, সাং-অজ্ঞাত, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ৮। ইমন, পিতা-অজ্ঞাত, সাং-মাঝির দোকান, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৯। মোঃ মনির। তারা প্রতারণার পাশাপাশি দেহ ব্যবসার সাথেও জড়িত বলে পুলিশ ধারনা করছে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.