নতুন বিসিএস ক্যাডার হলেন ১৩১৪জন

0

সিটি নিউজ ডেস্কঃ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। বিভিন্ন ক্যাডারে ১হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

আজ  মঙ্গলবার  (১২জুন ) পিএসসির জনসংযোগ কর্মকর্তা মেহদী শাহনেওয়াজ জলিল এ তথ্য জানান।

৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। পরে অবশ্য লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.