নির্বাচনী জ্বরে আশংকা

0

দিলীপ তালুকদারঃ আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে অভিজ্ঞমহল মনে করছে। দেশে এবার নির্বাচনী বছর।

অরাজক পরিস্থিতির আশংকা কেন? এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ বলছে জ্বালাও, পোড়াও হলে জনগন মানবে না। আর বিএনপি বলছে জনগন বিতর্কিত নির্বাচন মানবে না। কিন্তু সাধারণ মানুষ কোনভাবেই চাননা নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার কোন সংঘাত বা সহিংসতা হোক।

সাধারণ জনগন মনে করছেন গতবারে জ্বালাও পোড়াওয়ের দাগ এখনো শুকায়নি। সহিংসতায় ক্ষতিগ্রস্থরা সরকারীভাবে কোন সহযোগীতা পায়নি। তখন কেউ হারিয়েছেন বাবা, কেউ হারিয়েছে ভাই, অনেক পরিবার হারিয়েছে একমাত্র উপার্জক্ষম ব্যক্তিকে। অনেকে এখনো আগুনে পুড়ে পঙ্গু হয়ে পরিবারের বোঝা হয়ে আছেন। তাদের খোঁজ খবর নেয়ার কেউ নাই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.