নেতাকর্মীদের উপর হামলা করে পরিবেশ নষ্ট করছে পুলিশঃ ফখরুল

0

সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করেছেন । তিনি বলেন, অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।

আজ বুধবার (বুধবার) বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রবেশের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ঐক্যফ্রন্টের এই মুখপাত্র বলেন, দুর্ভাগ্যজনকভাবে আইন শৃঙ্খলাবাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের পরিস্থিতি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। এখনি ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাই।

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ বিকাল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে নির্বাচন পেছানোসহ সাম্প্রতিক বিষয়ে আলোচনার কথা রয়েছে।

ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমেদ; আবদুল মালেক রতন; কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মুনটু, মোকাব্বির খান; নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম; জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী আহমদ রয়েছে প্রতিনিধি দলে।

এদিকে, বিকাল সাড়ে তিনটায় ইসির সম্মেলন কক্ষে প্রবেশ করেন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে এতে ইসির কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম উপস্থিত রয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.