নৈতিক চরিত্র গঠনে দ্বীনি শিক্ষার গুরত্ব অপরিসীম

0

এম বেলাল উদ্দিন,সিটি নিউজ :: নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার ৮২ তম বার্ষিক সভা, পবিত্র ঈদে মীলাদুন্নবী (দঃ), ফাতেহায়ে ইয়াজদাহুম, ঈছালে ছওয়াব মাহফিল ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পবিত্র খতমে কোরআন, খত্‌মে বোখারী, খত্‌মে গাউছিয়া, খত্‌মে খাজেগান শরীফ ও নূরানী তাক্‌রীরসহ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবারাত্রী বুধবার মাদরাসার ময়দানে অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব হোছাইন আহমদ ফারুকী, আলহাজ্ব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ ও মাওলানা মুহাম্মদ তছলিম উদ্দীন আল্‌কাদেরীর যৌথ পরিচালনায়  মাহফিলে সভাপতিত্ব করেন শেরে মিল্লাত আলহাজ্ব আল্লামা মুফ্‌তি ওবাইদুল হক নঈমী।

বিশেষ মেহমান হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ নুরুল মোনাওয়ার (মাজিআ), প্রধান অতিথি পি, এইচ, পি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি আল্লামা মুহাম্মদ মুসলেহ উদ্দীন আহমদ মাদানী।

উপস্থিত ছিলেন রাজনীতিবীধ আলহাজ্ব এম ফখরুল আনোয়ার, আলহাজ্ব এম আফতাব উদ্দীন চৌধুরী, ছৈয়দ ওসমান গণি বাবু, আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, আলহাজ্ব কুতুব উদ্দিন মুহুরী, পীরে ত্বরিকত শাহজাদা ছৈয়দ আবু জাফর মুনিরী, এম সোলায়মান বি.কম., ছৈয়দ মুহাম্মদ বাকের, মিসেস খাদিজাতুল আনোয়ার সনি, মাস্টার এম বদিউল আলম, আলহাজ্ব এম. আকতার উদ্দীন, ছৈয়দ মঞ্জুরুল কাদের, মাওলানা জিয়াউল হোসাইন ফারুকী, উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুশ শুক্কুর আনচারী, আলহাজ্ব নেজাম উদ্দীন আহমদ, আলহাজ্ব কুতুব উদ্দীন আহমদ, এম আবু আহমদ সওদাগর ,শাহাজাদা সৈয়দ এহসানুল করিম,উলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আল্লামা আব্দুল মন্নান, আলহাজ্ব মুফ্‌তি ইব্রাহীম আলকাদেরী, আলহাজ্ব আল্লামা হাফেজ সোলায়মান আনচারী,  হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা ছৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, আলহাজ্ব আল্লামা কাজী মঈন উদ্দীন আশরাফী,আল্লামা  আব্দুস সালাম শরীফি,অধ্যক্ষ আল্লামা ইব্রাহীম নঈমী, অধ্যক্ষ সৈয়দ ইব্রাহীম কাশেম,উপাধ্যক্ষ আল্লামা তৈয়ব খান আলকাদেরী, অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী,অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আলকাদেরী, মাওলানা কাজী শফিউল আজম, অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা ইসমাঈল ওসমানী,আল্লামা ইদ্রিস আনচারী প্রমুখ।

সুফি মিজান বলেন নৈতিক চরিত্র গঠনে দ্বীনি শিক্ষার গুরত্ব অপরিসীম। এ ধরনের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত  ইলম হাসিলের মাধ্যমে নৈতিক চরিত্র ও বিদ্যা অর্জন করা সম্ভব। হেফজ সমাপ্ত ০৮ জন হাফেজদেরকে দস্তারবন্দী এবং বর্তমানে মাদরাসার হিতাকাঙ্খীবৃন্দের উজ্জল ভবিষ্যত এবং দেশ জাতির উন্নতি কামনা করে মিলাদ ও  মুনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.