নৈতিক শিক্ষা না থাকলে শিক্ষার কোনো মূল্য নেই

0

নিজস্ব প্রতিনিধি:  নৈতিক শিক্ষা না থাকলে শিক্ষার কোনো মূল্য নেই। ধর্ম সভায় সবাই যায়, তবে ধর্মাচরণ অনুশীলন করি না। ফলে বিভেদ বিদ্বেষ আর দ্বন্ধে মন চঞ্চল হয়ে কস্ট পেতে থাকে। তাই একাডেমিক শিক্ষা সাথে সাথে নৈতিক শিক্ষাও জীবনে জরুরী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি তপোবন আশ্রমরে ৪৩তম শাখার ৩০ বৎসর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত বাৎসরিক ধর্মসভায় বক্তারা এ কথা বলেন।

চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন মল্লিকের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন চট্টগ্রাম বার আউলিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর. কে দাশ রুপু। কাঞ্চন চক্রবর্তী ও প্রকাশ মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ২১নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

এতে বক্তব্য রাখেন দি চিটাগাং ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের উপ-পরিচালক ত্রিদিব কুমার দাশ, দি চিটাগাং ট্রাষ্টের মহাসচিব অরুন কান্তি মল্লিক, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সন্জয় চক্রবর্তী মানিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, যুগ্ম সম্পাদক মাধব ধর, অর্থ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস, মহিলা সম্পাদক নন্দিতা বসু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া শাখার সাধারণ সম্পাদক কান্তিলাল ভট্টাচার্য, চট্টগ্রাম বিনিয়োগ বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সমর বিশ্বাস সান্টু, শিক্ষক সমর কান্তি বিশ্বাস, লায়ন কাঞ্চন মল্লিক, চট্টগ্রাম আয়কর বিভাগের কর্মকর্তা মৃদুল খাস্তগীর, ব্যবসায়ী সুদীপ চৌধুরী, সঞ্জয় চৌধুরী, উত্তম মল্লিক, রজীব মল্লিক, উজ্জ্বল মল্লিক, কাজল ভট্টাচার্য, আশীষ চক্রবর্তী দুলু, ইউপি সদস্য উজ্জ্বল সেন কানু ও সাবেক ইউপি সদস্য মৃনাল সেন নিধু।

এর আগে বিকেলে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শোভাযাত্রা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ও চারদিনব্যাপী ধর্মীয় নানা আয়োজনের শুভারম্ভ করেন কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ প্রাঞ্জলানন্দ।বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.