পটিয়ার এমপি সামশুল হকের মাতার জানাজা সম্পন্ন

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি :: পটিয়া থেকে দু’দুবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব সামশুল হক চৌধুরীর মাতা মোছাম্মৎ সফুরা করিম চৌধুরীর জানাজা বৃহস্পতিবার (৫ জুলাই) আছরের নামাজের পর তার নিজ বাড়ীর শোভনদন্ডীর রশিদাবাদ গ্রামস্থ পটিয়া হাউজ প্রাঙ্গনে সম্পন্ন হয়।

এতে ইমামতি করেন হযরতুল আল্লামা শাহ্ তৈয়ব (ম.)। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল কাশেম নুরী আল কাদেরী।

জানাজায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম.এ ছালাম, সাংসদ এম.এ লতিফ, চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, সাইফ পাওয়ার টেকের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম.এ মালেক, স্টান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম.এ ইউসুফ, আরাফা করিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদ শফি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল, শিল্পপতি হোসেন সোহরাওয়ার্দী, এস. আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহীদুল আলম, কেন্দ্রীয় আ’লীগ নেতা দিদারুল আলম, উত্তর জেলা আ’লীগ নেতা গিয়াস উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এম.এ জাফর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, চট্টগ্রাম আবাহনীর পরিচালক দিদারুল আলম, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, জাপার দক্ষিণ জেলার সভাপতি সামশুল আলম মাষ্টার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামশুদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আ’লীগ নেতা কাজী আবু তৈয়ব, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, ঢাবির সাবেক ছাত্রনেতা ইকবাল আহমদ সিদ্দিকী, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল, পৌর আ’লীগের সাবেক সম্পাদক আইয়ুব বাবুল, সাবেক মেয়র নুরুল ইসলাম, টি.কে গ্রুপের পরিচালক আলহাজ্ব খোরশেদুল আলম, শিল্পপতি লোকমান হাকিম, শিল্পপতি আবুল বশর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, এলডিপি পৌরসভা সভাপতি কাজী এয়াকুব, পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, উপজেলা আ.লীগ নেতা আবদুল খালেক চেয়ারম্যান, জাপার পৌরসভা সভাপতি নুরুল ইসলাম, আ’লীগ নেতা নাছির উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল আলম মঞ্জু, আবু ছালেহ চৌধুরী, আলমগীর খালেদ, এম. এজাজ চৌধুরী, বিএনপির দক্ষিণ জেলার সহ-অর্থ সম্পাদক মোরশেদুল শফি হিরো, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি এম.এ হাকিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক খলিল আহমদ, পটিয়া ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পটিয়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, পটিয়া শিক্ষক সমিতির সভাপতি আবদুল গণি, পটিয়া মানবাধিকার কমিশন সভাপতি ও আদালতের পিপি বদিউল আলম, পটিয়া উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজি এম এ ইউসুফ, সম্পাদক শাহ আলম খোকন, যুবলীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, বেসরকারি কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, আ’লীগ নেতা মিজানুর রহমান, আবদুল্লাহ আল হারুন, কাউন্সিলর আবু ছৈয়দ, গোফরান রানা, আলহাজ্ব এম. খোরশেদ গণি, কামাল উদ্দিন বেলাল, শেখ সাইফুল ইসলাম, চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে এহসানুল হক, মোহাম্মদ বখতিয়ার, এস এম ইনজামুল হক জসিম, মোহাম্মদ সেলিম, আহমদ নুর, মাহবুবুর রহমান, রনবীর ঘোষ টুটুন, এম এ হাসেম, শাহীনুল ইসলাম শানু, আবুল কাসেম, আবুল কালাম ভোলা, আ.লীগ নেতা বদিউল আলম তুষার, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারন সম্পাদক এম এ রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারন সম্পাদক রফিকুল আলম, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আলমগীর আলম, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক এটি এম তোহা, আবুদাবী প্রবাসী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুল আলম, মানবাধিকার কাউন্সিল উপজেলা সভাপতি মোজাম্মেল হোসেন রাজধন, সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার সহ সর্বস্তরের রাজনীতিক, পেশাজীবী ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং শত শত মুসল্লী জানাজায় শরীক হন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.