পটিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

0

সুজিত দত্ত,পটিয়া :   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা দু:স্থ মহিলা কল্যাণ কেন্দ্রের উদ্যোগে পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত সমাজসেবামুলক সংগঠন পটিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতির পিতার রুহের মাগফেরাত কামনায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটিয়ার ২০ জন প্রতীবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে পটিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা দু:স্থ মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন, আ’লীগ নেতা আজিমুল হক, আবদুল খালেক চেয়ারম্যান, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সভাপতি আলমগীর খালেদ, ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম সানু, আ’লীগ নেতা এম. এজাজ চৌধুরী, নাজিম উদ্দিন পারভেজ, মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, পৌরসভার মহিলা কাউন্সিলর ইয়াসমিন আকতার, যুবলীগ নেতা নাছির উদ্দিন, এনামুল হক মজুমদার, মো. ফোরকান, মেজবাহ উদ্দিন সোহেল, নজরুল ইসলাম, কুতুব উদ্দিন, তাজুল ইসলাম, আমজাদ হোসেন, আনিসুর রহমান, শাহাদাত হোসেন সবুজ, আশরাদ হোসেন মাসুদ, ফিরোজ, আবু তৌহিদ, রুবেল, ছাত্রলীগ নেতা সোহেল উদ্দিন, নাজমুল সাকের সিদ্দিকী, আবু সাঈদ তানভীর, মানিক, সাব্বির, মহিউদ্দিন প্রমুখ।

এসময় সামশুল হক চৌধুরী এমপি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পিছনে ফেলে নয়, তাদের সাথে নিয়েই উন্নয়নের পথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিণত করতে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে-বিদেশে অটিজম সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় বিভিন্ন কর্ম পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। একজন নাগরিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিকে পরিচয় পত্রও দেয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.