পটিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে চন্দনাইশে পৃথক প্রস্তুতিসভা

0

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম :  আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগের সভা নেত্রী শেখ হাসিনা পটিয়া আগমন উপলক্ষে চন্দনাইশে আ’লীগের পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্টিত হবে। উপজেলা আ’লীগের উদ্যোগে ১৫ মার্চ বিকালে উপজেলার রেস্ট হাউসে এক প্রস্তুতি সভা আহবান করা হয়েছে।বিষয়টি নিয়ে চন্দনাইশের রাজনৈতিক অঙ্গনে চলছে অনেক জল্পনা কল্পনা।

তাছাড়া কাল ১৬ মার্চ শুক্রবার বিকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চননগরস্থ বাসভবনে ১৭ মার্চ শনিবার গাছবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ’লীগের উদ্যোগে এক সমাবেশের আহবান করা হয়েছে। সমাবেশে সাবেক সংসদ সদস্য. বিজিসি ট্রাস্টর প্রতিষ্টা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবফার উদ্দীন আহমেদ প্রধান অতিথি এবং দক্ষিণ জেলা আ’লীগে সাধারণ সম্পাদক মজিফুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়।

ফলে পটিয়ার সমাবেশকে ঘিরে চন্দনাইশ উপজেলা আ’লীগের গ্রুপিং প্রকাশ্যে রুপ নিচ্ছে। সে সাথে দীর্ঘদিন পর মাঠ পর্যায়ে সমাবেশে আসছেন ইঞ্জিনিয়ার আফছার উদ্দীন আহমেদ। বিষয়টি নিয়ে চন্দনাইশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চলছে অনেক জল্পনা কল্পনা। এদিকে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় বিভাগীয় সম্মিলেন অনুষ্টিত হওয়ার কারণে চট্টগ্রামের আ’লীগের রাজনীতি নতুন মেরু করণ হচ্ছে বলে আবাস অভিজ্ঞ রাজনৈতিক মহলের।

দক্ষিণ চট্টগ্রাম আ’লীগের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য পরিণত হচ্ছে। ২১ মার্চকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রাম তথা পটিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। সমাবেশকে যেন, স্মরণ কালের স্মরণীয় সমাবেশে পরিণত হয় সে লক্ষে কাজ করছেন উত্তর দক্ষিণ মহানগর আ’লীগ। তাছাড়া বিষয়টি মনিটরিং করছেন কেন্দ্রীয় আ’লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ। সবমিলিয়ে ২১মে মার্চের পটিয়া সামাবেশকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.