পটিয়ায় সনাক-টিআইবি’র উদ্যোগে নেটওয়ার্ক সভা

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে সমমনা বেসরকারি উন্নয়ন সংগঠনের (এনজিও) প্রতিনিধিদের অংশগ্রহণে “দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে এনজিওদের ভূমিকা” শীর্ষক নেটওয়ার্ক সভা ১০ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে এগারটায় সুচক্রদন্ডিস্থ সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সনাক সহ-সভাপতি অজিত কুমার মিত্র এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় টিআইবি’র বিবেক প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন। সমমনা এনজিওদের মধ্যে কার্যক্রমে সমন্বয় বাড়ানো, যৌথ উদ্যোগে কার্যক্রম পরিচালনা এবং নেটওয়ার্কের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো গতিশীল করার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

এছাড়াও আগামী ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ব্যাপক আয়োজনে উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারিরা ভূমি অফিস, সরকারি হাসপাতাল, পরিবার পরিকল্পনা কার্যালয়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সেবার মান বাড়াতে সনাক-টিআইবিকে আরো সক্রিয় হওয়ার আহবান জানান।

এছাড়াও সভায় উপস্থিত সকল এনজিওসমূহ তথ্য অধিকার আইন অনুযায়ি প্রত্যেক অফিস দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগ করে তা নিজ নিজ কার্যালয়ে প্রদর্শণ করবেন মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অংশগ্রহণকারি এনজিও প্রতিনিধিগণ সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আসন্ন তথ্য অধিকার দিবসে এনজিওগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে সভায় প্রতিশ্রুতি প্রদান করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য শীলা দাশ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি অ্যাড. কবিশেখর নাথ পিন্টু, তাড়না ট্রাস্টের নির্বাহী পরিচালক মোঃ সোলায়মান, প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী, এফডিএসআর এর ক্লিনিক ম্যানেজার রূপস মুৎসুদ্দি, ডিআরআরএ এর নাঈম ফারুকী, ব্র্যাকের সিনিয়র এইচআরএলএস অফিসার রশিদা খাতুন মেঘলা প্রমুখ। উপস্থিত ছিলেন ব্র্যাকের উপজেলা ম্যানেজার সত্য নারায়ন পাল, টিএমএসএস’র শাখা ব্যবস্থাপক মো: গিয়াস উদ্দিন, শক্তি ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মো: দিদারুল আলম, আশার শাখা ব্যবস্থাপক সুপন চাকমা, প্রত্যাশীর শাখা ব্যবস্থাপক মো: আরিফুল ইসলাম, কোডেকের শাখা ব্যবস্থাপক মো: জিয়াউর রহমান, ঘাসফুল এর শাখা ব্যবস্থাপক সমীর চন্দ্র দাশ, শক্তি ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো: ইউসুফ, রিক এর শাখা ব্যবস্থাপক মো: আবুল বাশার, হাম ট্রাস্ট এর প্রধান নির্বাহী কাঞ্চন সেন, ইপসার শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, মানব সম্পদ কল্যাণ সংস্থার এনামুল হক, বিটার বাবলা দাশ, নারী জাগরণ সংস্থার সহ-সম্পাদিকা রিংকী দেব প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.