পটিয়া দুর্গোৎসবে শতবর্ষ উপলক্ষে ভক্তিমূলক গানের প্রতিযোগিতা

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : শতবর্ষ দিল পাড়ি, পটিয়া কেন্দ্রীয় মুন্সেফ বাজার কালী বাড়ী প্রতি বছরের ন্যায় এবছরও শারদীয় দুর্গোৎসবে মহা সপ্তমীতে শতবর্ষ উপলক্ষে এক ভক্তিমূলক গানের প্রতিযোগিতা অনুষ্ঠান গতকাল সকাল ১১ টায় মুন্সেফ বাজার কালী বাড়ীস্থ প্রাঙ্গনে পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বাপ্পা ঘোষের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক ভক্তিমূলক গানের প্রতিযোগিতার সদস্য সচিব অভিজিত কুমার শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পুজা পরিষদের সভাপতি সনজিত দাশ, উদ্বোধক ছিলেন গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আ’লীগ নেতা চট্টগাম মহানগর পুজা পরিষদের বিশ^জিৎ গুপ্ত (বিশু), বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক অজিত মিত্র, যুগ্ন আহবায়ক অমি দাশ, সদস্যদের মধ্যে জনি দে, সঞ্জয় রক্ষিত, জয় দাশ, নিতাই পদ নাথ প্রমুখ। সভায় বক্তারা বলেন, মা দূর্গা- দুর্গতি নাশিনী মা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির রক্ষার্থে আবির্ভূত হন।

এ ধরাধামে সেই আদর্শকে হৃদয়ে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। মহা সপ্তমীতে শতবর্ষ উপলক্ষে ভক্তিমূলক গানের মাধ্যমে দুর্গা মায়ের বন্ধনা করে যাচ্ছে প্রতিযোগিরা। এ প্রতিযোগিতায় হিন্দু, মুসিলম, বৌদ্ধ, খ্রিষ্ঠান সহ সকল সম্প্রদায়ের অংশ গ্রহলে আমরা অবাক হয়ে গেছি। দক্ষিণ চট্টগ্রামের মধ্যে মুন্সেফ বাজার কালী বাড়ীর মত অন্য কোন ধর্মী অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের অংশ গ্রহণ চোখে পড়েনি। কিন্তু চট্টগ্রাম মহানগর গোসাই ডাঙ্গা কালী বাড়িতে দেখলাম আজ দেখলাম পটিয়া মুন্সেফ বাজার কেন্দ্রীয় কালী বাড়ীতে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.