পটিয়া পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়ায় পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার দুপুর ২ টায় পটিয়া পৌরসভার সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট ঘোষনা করা হয়। আগামী অর্থ বছরের বাজেট পেশ করেন পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

এই সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরদের মধ্যে রূপক কুমার সেন, আলহাজ্ব মু: আবু ছৈয়দ, মো: গোফরান রানা, মো: কামাল উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, মো: আবদুল খালেক, আলহাজ্ব এম. খোরশেদ গণি, মো: শফিউল আলম, এম এ মন্নান। মহিলা কাউন্সিলরদের মধ্যে বুলবুল আক্তার, ইয়াছমিন আক্তার, ফেরদৌস বেগম। পৌর সচিব মোহাম্মদ মহসিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোহাম্মদ প্রমুখ।

বাজেটের মধ্যে রয়েছে রাস্তাঘাট, ব্রীজ, কালভাট, ড্রেন, ফুটপাত নির্মাণ ও সড়ক বাতি স্থাপন, কিচেন মার্কেট নির্মাণ, স্যানিটেশন, পানি ও বর্জ্য নিষ্কাশন, বন্যা প্রতিরোধ, ক্ষতিগ্রস্থ সড়ক নির্মান সংস্কার, শিক্ষা, স্ব্যাস্থ্য, সাংস্কৃতিক সহ বিভিন্ন অবকাটামো উন্নয়ন খাতে পর্যাপ্ত ব্যয় বরাদ্ধ দেওয়া হয়েছে।

সর্বমোট বাজেট ৮১ কোটি ৫৯ লক্ষ ৪৫ হাজার টাকা, বাজেটের মধ্যে রাজস্ব খাতে ১০ কোটি ৮৯ লক্ষ ৪৫ হাজার টাকা ও উন্নয়ন খাতে ৭০ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় করা হয়েে

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.