পহেলা বৈশাখের ছোঁয়া গুগলের ডুডলেও

0

সিটি নিউজ ডেস্ক :: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের ছোঁয়া দেখা গেছে গুগলের ডুডলেও। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ নিয়ে তার ডুডলটি করেছে।

গুগলের হোমপেজে গেলেই দেখা গেছে ডুডলটি। ডুডলটিতে একটি বর্ণিল হাতি এবং তার দুই পাশে আনন্দ উদযাপনরত বাঙালির রঙ্গচিত্র (কার্টুন) দেখা যায়।

উল্লেখ্য, বিশেষ বিশেষ দিনে এবং উপলক্ষে গুগল গ্রাফিক আর্ট দিয়ে ডুডলকে সাজায়।

পৃথিবীর বিভিন্ন দিবস, ব্যক্তিত্ব ও নানা ঘটনা স্মরণে কিংবা উদযাপনে বাংলাদেশ ও এর সংস্কৃতি ঐতিহ্যকেও গুরুত্ব দেয় গুগল।

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিনসহ বিভিন্ন দিবসে গুগলের হোমপেজে ডুডল গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.