পাঠাও থেকে উঠাও

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদঃ চট্টগ্রাম শহর অবস্থাদৃষ্টে মনে হয় একটি বিশাল ডাষ্টবিন। ভাঙ্গা রাস্তা, কদমাক্ত পথ, রাস্তায় বড় বড় গর্ত, বৃষ্টির পানি, জোয়ারের পানি, রাস্তায় ময়লার ডিপো, যানজট, জলজট সব মিলিয়ে পুরো শহর একটা বিশাল ডাষ্টবিন বলে মনে করেন নগরবাসীরা। ফটিকছড়ি নানুপুরের রাসেল থাকেন কাতালগঞ্জে।

বাজার করেন প্রতিদিন চকবাজারে। বাজারে দেখা মিলল রাসেলের সাথে। তিনি বললেন, “ চাঁঁটগা’ত কাজকাম আছিল মটরসাইকেল লই পাঠাও” কার্যক্রমে। এখন জোয়ারের পানি ও জলাবদ্ধতায় “ পাঠাও” বন্ধ গ’রি ফেলাই। চালু গজ্জি’দে “ উঠাও”। পানিত্তু’ন মানুষ উদ্ধার করার কাম অইব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.