পার্কভিউ হাসপাতালের বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক:: নগরীর পার্কভিউ হসপিটালে অবহেলায় সাকের মোহাম্মদ (৪৬) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় তিনি মাইগ্রেনের ব্যথা নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সাকের মোহাম্মদ পেশায় ব্যবসায়ী ছিলেন।  তিনি নগরীর মাঝিরঘাট এলাকার বাদশা মিয়া সওদাগর বাড়ির মৃত খলিলুর রহমানের পুৃত্র।

সাকেরের স্বজন ইলিয়াছ জানান, সাকের মোহাম্মদ গত দুই দিন আগে মাইগ্রেনের ব্যথা নিয়ে পার্কভিউ হসপিটালে ভর্তি হন।  ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তাকে নিয়মিত দেখভাল করেননি।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, সাকের মোহাম্মদের চিকিৎসার জন্য ডা. এম হাসানকে কল করা হয়।  ডা. আসার পর ওনার সামনেই তিনি মারা যান।  এ ঘটনার পরপর রোগীর আত্মীয়-স্বজন হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.