পুলিশী হয়রানি বন্ধে চট্টগ্রাম বিএনপির স্মারক লিপি 

0

নিজস্ব প্রতিবেদকঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘেষণার পরও চট্টগ্রামে সরকারী দলের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ এবং বিএনপি নেতাকর্মীদের পুলিশের হয়রানী বিষয়ে অবহিত করতে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খানকে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে স্বারক লিপি প্রদান করা হয়।

আজ রবিবার (১৮ নভেম্বর) রবিবার দুপুর ১২টায় এ স্মারক লিপি প্রদান করা হয়

বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের নেতৃত্বে স্বারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি এ্যডভোকেট আব্দুস সত্তার, অধ্যাপক নুরুল আলম রাজু, উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাতেমা বাদশা ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী।

এসময়ে জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন খান বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য ধর্য্যসহকারে শুনেন। বিএনপির পক্ষ থেকে অভিযোগের বিষয়ে প্রধাণ নির্বাচন কমিশনারকে অবহিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.